রাজনীতি

কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করেছে আ.লীগের নেতাকর্মীরা

  অনলাইন ডেস্ক ৪ আগস্ট ২০২৪ , ১২:০০:২৫ প্রিন্ট সংস্করণ

ছবি:সংগৃহীত

চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির মধ্যে ঢাকাসহ সব জেলা-মহানগর ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীদের জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এসব কর্মসূচি সফল করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা।

রোববার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় গিয়ে দেখা যায়, মাত্র কয়েকজন নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা গেছে নেতাকর্মীদের।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে রাত থেকে আওয়ামী লীগের কর্মসূচি বাতিলের গুজব ছড়িয়ে পড়ে। তবে কর্মসূচি বাতিল করা হয়নি বলে দলটির দপ্তর সূত্রে জানা যায়। তাদের দাবি, ভুয়া প্রেস রিলিজ তৈরি করে নেতাকর্মীদের বিভ্রান্ত করতে গুজব ছড়ানো হচ্ছে। কর্মসূচি চলবে।

আরও খবর

                   

সম্পর্কিত