প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৪ , ১২:১৭:০৫ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০৭/০৪/২০২৪ তারিখ গ্রেফতার ০৫ জন।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া
মোট ০৫ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) নিজামুল হক, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায়
অভিযান পরিচালনা করিয়া দস্যুতার চেষ্টা মামলার আসামী ১। মোঃ আনোয়ার হোসেন @ কাইল্যা @ সকাল
(২৬), পিতা-মোঃ নজরুল, মাতা-মনোয়ারা বেগম, সাং-ব্রাহ্মপল্লী হিরু মিয়া গলি (ভাসমান), থানা: কোতোয়ালী,
জেলা: ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মনিতোষ মজুমদার কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ নাঈম মিয়া (২৫), পিতা-মোঃ বাবুল
মিয়া, মাতা-মোছাঃ নার্গিস, সাং-আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, এ/পি-দাপুনিয়া বাজার, ব্র্যাক ব্যাংকের সামনে,
থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ৮৬ পিস ইনজেকশন উদ্ধার
করা হয়।
এসআই(নিঃ) জহিরুল ইসলাম, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। হাসেম @ হাসিম (৪০), পিতা- মোঃ হাসেন
আলী, সাং-রাঘবপুর উত্তর পাড়া, থানা-কোতোয়ালী জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) ইকবাল হোসেন, এএসআই(নিঃ) আবুল হাসান প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক
অভিযান পরিচালনা করিয়া ০২ টি জিআর বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ০২ জন।
১। মোঃ আশিক, পিতা-মৃত-আহাম্মদ আলী , ঠিকানা: স্থায়ী: (সাং-চরপাড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল,
জেলা -ময়মনসিংহ,
২। মোঃ সানোয়ার হোসেন ওরফে সানি, পিতা-আশরাফ আলী, স্থায়ী: গ্রাম- পাটগুদাম রোড আটআনী
পুকুরপাড়, উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।