বিনোদন ডেস্ক ৩ আগস্ট ২০২৪ , ১:১৭:১১ প্রিন্ট সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে মাঠে নামছেন সঙ্গীত শিল্পীরা।
শনিবার বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে মিলিত হবেন তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান ‘সোনার বাংলা সার্কাসের’ প্রবর রিপন এবং ‘কুল এক্সপোজারের’ এরশাদুল হক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমাদের সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের সমর্থন প্রদর্শন করব। যারা ঢাকার বাইরে আছেন, তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন।
আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এই সংহতি হোক শান্তিপূর্ণ এবং গানে গানে। আমরা বাংলা গানের সেই সব লাইন দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি করব, যা বিভিন্ন সময় আন্দোলন ও প্রতিবাদে মানুষের মুখে মুখে ছিল। আমরা সবাই একসঙ্গে গানগুলো গাইব, এভাবেই আমরা আমাদের প্রতিবাদ জানাব।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আমরা সবাই একসঙ্গে দাঁড়ালে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং শক্তি অনুভব করবে যে আমরা তাদের পাশে আছি। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য একত্রিত হওয়ার। আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে সংহতি প্রকাশ করব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে একত্র হয়ে সুরের সঙ্গে আমাদের সংহতি প্রকাশে যোগদান করুন।
কিংবদন্তি শিল্পী বব মার্লের গানের সঙ্গে মিল রেখে সঙ্গীতশিল্পীরা তাদের এ কর্মসূচির নাম দিয়েছেন ‘গেটআপ স্ট্যান্ডআপ’। এ শিরোনামের একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। ফেসবুকে পোস্টারটি শেয়ার করেছেন মাকসুদুল হক, মানাম আহমেদ, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, প্রিন্স মাহমুদ, জন কবির, ন্যান্সি, এলিটা করিম, আরমীন মূসা, প্রবর রিপন, জয় শাহরিয়ার, এ কে রাহুল, খৈয়াম শানু সন্ধি, ব্যান্ড মাইলস, জলের গান, শিরোনামহীন, আর্টসেল, ব্ল্যাক প্রমুখ।