খেলা

গর্ভে সন্তান নিয়েই অলিম্পিকে লড়লেন চিকিৎসক

  স্পোর্টস ডেস্ক ১ আগস্ট ২০২৪ , ১:২২:৫৭ প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত

নাদা হাফেজ পেশায় একজন চিকিৎসক। আরও স্পষ্ট করে বললে প্যাথলজিস্ট (রোগনিরূপণবিদ)। ২৬ বছর বয়সী এই মিসরীয় নারী লড়লেন প্যারিস অলিম্পিকের ফেন্সিংয়ে। একা নন, গর্ভে সাত মাসের সন্তান নিয়ে! বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।

টানা তিন অলিম্পিক ফেন্সিংয়ে মেয়েদের ব্যক্তিগত স্যাবরে ইভেন্টে অংশ নিলেন নাদা হাফেজ। প্যারিসের গ্রঁ পালাইয়ে কাল নিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের এলিজাবেথ তার্তাকোভস্কিকে ১৫–১৩ পয়েন্টে হারিয়ে শেষ ষোলোয় ওঠেন নাদা। তবে শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়ান প্রতিযোগী হা–ইয়াং জিওনের সঙ্গে পেরে ওঠেননি; হেরে যান ১৫–৭ পয়েন্টে।

আরও খবর

                   

সম্পর্কিত