সারাদেশ

যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

  যশোর জেলা প্রতিনিধি ৩১ জুলাই ২০২৪ , ৭:৪৮:৪০ প্রিন্ট সংস্করণ

“ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যে সামনে নিয়ে যশোরের শার্শায় ব্যাপক উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে

মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপি পালন করা হবে এই মৎস্য সপ্তাহ।

বুধবার (৩১ জুলাই) সকালে র‌্যালি শেষে উপজেলার পুকুরে মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা খাতুন, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা‌ সিনিয়র মৎস্য অফিসার তারিক ইমাম সহ প্রমুখ।

আরও খবর

                   

সম্পর্কিত