আন্তর্জাতিক

ভারতে ট্রেনের ১৮ বগি লাইনচ্যুত, নিহত ২

  আন্তর্জাতিক ডেস্ক ৩১ জুলাই ২০২৪ , ৬:২০:৫২ প্রিন্ট সংস্করণ

ভারতে আবারও ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে কলকাতার হাওড়া থেকে ছেড়ে আসা মহারাষ্ট্রের মুম্বাইগামী একটি ট্রেনের প্রায় ১৮টি বগি লাইনচ্যুত হয়ে ২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খ-ে। খবরে বলা হয়েছে, হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস ভোর ৪টার দিকে জামশেদপুর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে বাদাবাম্বুর কাছে লাইনচ্যুত হয়।

রেলের কর্তৃপক্ষ একাধিক হেলপলাইন নম্বর চালু করেছে। হাওড়া-সহ ঝাড়খণ্ডের বিভিন্ন স্টেশনের জন্য হেলপলাইন নম্বরও চালু হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী ট্রেনের কাছে একটি মালগাড়িও লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আরও খবর

                   

সম্পর্কিত