বিনোদন ডেস্ক ৩১ জুলাই ২০২৪ , ৫:৫৩:৫৫ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশি র্যাপার হান্নান হোসাইন শিমুল। তার গাওয়া একটি গান বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়। তার এই গানের কারণে এবার গ্রেপ্তার হলেন তিনি। তাকে দুই দিনের রিমান্ডও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লাহ মডেল থানার অফিসার্স ইনচার্জ।
হান্নানের গ্রেপ্তারের খবর শুনে দেশের সংগীতশিল্পীদের মাঝে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। তার মুক্তির দাবিতে এবং তার আটকের নিন্দা জানাতে একাধিক সংগীতশিল্পী হ্যাশট্যাগ #freehannan ব্যবহার করে ইতোমধ্যেই নিজেদের ফেসবুক পেজে পোস্ট করছেন।