আন্তর্জাতিক ডেস্ক ৩০ জুলাই ২০২৪ , ৭:৩৬:৩৬ প্রিন্ট সংস্করণ
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাস্তায় ছাত্রদের আন্দোলন চলাকালীন ভারতবিরোধী স্লোগান দেওয়া এবং আরও কিছু ঘটনার ছবি ও ভিডিও বাংলাদেশের উপদূতাবাসে জমা দিয়েছেন বিজেপি নেতারা।
শুভেন্দু অভিযোগ করেছেন,বাংলাদেশের আন্দোলন থেকে ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। অভিযুক্তদের শাস্তি চেয়ে তিনি বলেন, ভারতবিরোধী মন্তব্য বা আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করা হলে তা বরদাস্ত করব না।
এ সময় তার সঙ্গে ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ, চন্দনা বাউড়ি, অগ্নিমিত্রা পালসহ ২০ জন। ডেপুটি হাই কমিশনের বাইরে পুলিশের ব্যারিকেড ছিল।