বিনোদন ডেস্ক ৩০ জুলাই ২০২৪ , ৪:৫২:২৩ প্রিন্ট সংস্করণ
ওপার বাংলার সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। বর্তমানে টিভি খুললেই তাকে দেখা যায় জি বাংলা সারেগামাপার হটসিটে। বিভিন্ন প্রতিযোগীদের গান শুনে বিচার-মন্তব্য করেন তাদের গায়কীর ওপর।
কিন্তু বিভিন্ন কাজের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে সরব থাকতে দেখা যায় গায়িকা ইমনকে। সম্প্রতি তার দুই ঘনিষ্ঠ মানুষকে নিয়ে ছবি শেয়ার করে জানিয়ে দিয়েছেন এক বিশেষ বার্তা। শুধু তাই নয়, এদিন ইমনকে সেই দুই ঘনিষ্ঠের সঙ্গে বেশ আদুরে মুহূর্তেই দেখা যায়।
তবে কারা ইমনের সেই ঘনিষ্ঠ দু’জন? সে দুইজন গায়িকার বেস্ট ফ্রেন্ড। তাদের নাম মানালি মনীষা দে এবং অভিষেক রায়।
গণমাধ্যমের খবর,ইমন চক্রবর্তীর সঙ্গে মানালি ও অভিষেকের দারুণ বন্ধুত্ব। এর আগে তারা একসঙ্গে দিদি নম্বর ওয়ানেও গিয়েছেন। এবার দুই বন্ধুর জন্য একটি বিশেষ পোস্ট করলেন গায়িকা।
সামাজিক মাধ্যমে ইমনের সেই পোস্টে দেখা যায়, গায়িকাকে এদিন একটি কালো টিশার্ট এবং জিন্স পরেছেন। মানালির পরনেও একটি ফাঙ্কি টিশার্ট এবং শর্টস। অন্যদিকে অভিষেকের পরনে প্রিন্টেড শার্ট এবং প্যান্ট। তাদের বিভিন্ন পোজে ক্যামেরায় লুক দিয়েছেন। এই ছবিগুলো পোস্ট করে এদিন গায়িকা লেখেন, ‘তোদের ছাড়া বাঁচব না।’