খেলা

অলিম্পিকের স্বর্ণ পদক তালিকায় শীর্ষে যারা

  স্পোর্টস ডেস্ক ৩০ জুলাই ২০২৪ , ১১:৫৩:২৮ প্রিন্ট সংস্করণ

অলিম্পিকের স্বর্ণ পদক তালিকায় শীর্ষে যারা
অলিম্পিকের স্বর্ণ পদক তালিকায় শীর্ষে যারা

অলিম্পিকে স্বর্ণ পদক জয়ের তালিকার শীর্ষে রয়েছে জাপান। পদকের লড়াইয়ের তৃতীয় দিনে ২টিসহ মোট ৬টি সোনা জিতেছে এশিয়ার দেশটি। এছাড়া ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জপদক জিতেছে সূর্যোদয়ের দেশটি।

তবে মোট পদক সংখ্যায় অবশ্য যুক্তরাষ্ট্রই ওপরে। এখন পর্যন্ত ৩টি স্বর্ণসহ মোট ২০টি পদক জিতেছে তারা। স্বর্ণপদকের তালিকায় তাদের অবস্থান ষষ্ঠ স্থানে।

স্বাগতিক ফ্রান্স ৫টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ ১৬ পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। চীন ৫টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ ১২ পদক নিয়ে রয়েছে তালিকার তিনে।

অস্ট্রেলিয়া ৫টি স্বর্ণ, ৫টি রৌপ্য পেয়ে চতুর্থ। ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। সপ্তম স্থানে থাকা গ্রেট ব্রিটেন ঝুলিতে ভরেছে ২টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ।

আরও খবর

                   

সম্পর্কিত