ভোলা প্রতিনিধিঃ ইউসুফ হোসেন অনিক ২৯ জুলাই ২০২৪ , ১০:২৮:৩২ প্রিন্ট সংস্করণ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে প্রবাসী জসিমের বসতভিটায় সুদের টাকা না দেয়ায় তালা দেয়ার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই সুদী নিজামউদ্দিন এর বিরুদ্ধে।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে সমঝোতার মাধ্যমে বসতভিটার তালা খুলে দিয়ে ভুক্তভোগী পরিবারকে তাদের বসতঘরে থাকার ব্যাবস্থা করে দেন।
গত শনিবার ২২ জুলাই মধ্যরাতে মনিরাম বাজার সংলগ্ন সেলামত পন্ডিত বাড়ীতে এই ঘটনা ঘটেছে।
প্রবাসীর স্ত্রী জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে টাকা পয়সার হিমসিম খেয়ে তার চাচাতো ভাই নিজামউদ্দিনের কাছে বসতভিটা বন্ধক রেখে টাকা নেন।
প্রতিমাসে সুদের টাকা দিলেও এক মাসের সুদ দিতে না পারায় তার ৩ সন্তানসহ তাকে ঘরের বাহিরে রেখে সামনের দরজায় তালা মেরে দেন। পরে উপায় না পেয়ে রান্না ঘরে বসবাস শুরু করেন দুইদিন পর রান্না ঘরেও তালা মেরে দেন নিজামুদ্দিন। সাত দিন বসতভিটায় তালা থাকায় অসহায় হয়ে ঘরের বাহিরে বারান্দায় অবস্থান করেন ৩ সন্তানকে নিয়ে।
অবশেষে ২৭ জুলাই ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থলে এসে দু-পক্ষকে ডেকে সুদের টাকার জন্য বসতভিটায় তালা দেয়া উচিত নয় বলে জানান পরে দু-পক্ষের সমঝোতায় নিজামুদ্দিনের স্ত্রী পুলিশ ও বিভিন্ন গন-মাধ্যমের উপস্থিতিতে তালা খুলে দেন। পরে জসিমের স্ত্রী ও সন্তানরা ঘরে ডুকে মালামাল বুঝে নেন। ভবিষ্যতে যাতে কোন ধরনের ঝামেলা না হয় তাই কাগজপত্র যাচাই-বাছাই করে স্থানীয় চেয়ারম্যান বা থানায় এসে সমঝোতা করার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয়।
বোরহানউদ্দিন থানা পুলিশের এ ধরনের মানবিক কাজের জন্য উপস্থিত গন-মাধ্যম কর্মীরা পুলিশ কে ধন্যবাদ জানান।
বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) জাব্বারুল ইসলাম বলেন, ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দু-পক্ষকে ডেকে সাময়িক সমঝোতা করে ভুক্তভোগী পরিবারকে তাদের বসতঘরে থাকার ব্যাবস্থা করে দেয়া হয়েছে।