প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৪ , ১১:৫৭:০৯ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০৬/০৪/২০২৪ তারিখ গ্রেফতার ১১ জন।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া
মোট ১১ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) রফিকুল ইসলাম, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতার চেষ্টা মামলার আসামী ১। জয় রবিদাস (১৯), পিতা-নিলু রবিদাস,
সাং-সানকিপাড়া (নয়ন মনি মার্কেট), থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) সাইফুল ইসলাম কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায়
অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ ফজুল (৩৮), পিতা-মৃত চান মিয়া, মাতা-জেলেখা
খাতুন, সাং-দিঘারকান্দা, (কাদুর বাড়ী), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং
তাহার নিকট হইতে ১২৬ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আজগর আলী, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায়
অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। সানি চৌধুরী ওরফে সাফিউল হক সানি (৩০),
পিতামৃত-মহন চৌধুরী, মাতা-শিবানি রানি চৌধুরী, সাং-মৃত্যুঞ্জয় স্কুল রোড, ২।বাবলু (২৮), পিতা-রফিকুল
ইসলাম, মাতা-আয়েশা খাতুন, সাং-বাশবাড়ী কলোনী, ১৩নং বাসা, উভয় থানা-কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহদ্বয় গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) রুবেল মিয়া, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায়
অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। মোঃ শান্ত মিয়া(২৩), পিতা-উমর ফারুক, মাতা-
মাজেদা খাতুন, সাং-কালিবাড়ী, ১৬৭ কবরখানা রোড, ২। চন্দন সরকার (৪০), পিতা-হেমন্ত সরকার, মাতা-
সাবিত্রী সরকার, সাং-কালিবাড়ী রোড রেলির মোড় ( ভাসমান), উভয় থানা কোতোয়ালি জেলা ময়মনসিংহদ্বয়কে
গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) আশিকুল হাসান, আল মামুন, এএসআই(নিঃ) মাসুম রানা, নুরুজ্জামান প্রত্যেকে থানা
এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১ টি সিআর সাজা, ০৪ টি জিআর সহ মোট ০৫টি বডি তামিল
করেন।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০১ জন।
১। মোঃ মজনু মিয়া, পিতা-আলী হোসেন, স্থায়ী: গ্রাম- ঢোলাদিয়া, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা
–ময়মনসিংহ
জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৪ জন।
১। মোঃ নয়ন মিয়া, পিতা-মোঃ দুলাল মিয়া, স্থায়ী: গ্রাম- ভাটি কাশর বড়বাড়ী , উপজেলা/থানা-
ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ
২। মোঃ মোতালেব মিয়া (৫২), পিতা-মৃতঃ হোসেন আলী, স্থায়ী : গ্রাম- কৃষ্টপুর (দক্ষিন পাড়া) ,
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
৩। মোঃ মোতালেব মিয়া, পিতামৃতঃ হোসেন আলী, স্থায়ী : গ্রাম- কৃষ্টপুর (দক্ষিন পাড়া) , উপজেলা/থানা-
ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ,
৪। মোঃ মোতালেব মিয়া, মৃতঃ হোসেন আলী, স্থায়ী : গ্রাম- কৃষ্টপুর (দক্ষিন পাড়া) , উপজেলা/থানা-
ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।