খেলা

অলিম্পিক শুটিংয়ে বাছাইপর্বে বাদ বাংলাদেশের রবিউল

  স্পোর্টস ডেস্ক ২৮ জুলাই ২০২৪ , ৫:৫৭:৪৮ প্রিন্ট সংস্করণ

অলিম্পিক শুটিংয়ে বাছাইপর্বে বাদ বাংলাদেশের রবিউল
রবিউল ইসলাম। ছবি সংগৃহীত

অলিম্পিকে শুটার রবিউল ইসলামকে ঘিরে প্রত্যাশা খুব বেশি ছিল না। তারপরও রবিউলের ব্যক্তিগত লক্ষ্য ছিল নিজেকে ছাড়িয়ে যাওয়ার। তবে আজ রবিবার পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্বেই বাদ পড়েছেন তিনি।

১০ মিটার এয়ার রাইফেলের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৪৯ জন। যাদের মধ্যে রবিউল হয়েছেন ৪৩তম। বাংলাদেশি এই প্রতিযোগীর স্কোর ৬২৪.২। এই পর্বে সবার ওপরে স্কোর করেছেন চীনের লিহাও শেংয়ে। তার স্কোর ৬৩১.৭। সমান স্কোর আর্জেন্টিনার মার্সেলো হুলিয়ান গুতিরেজের। 

রবিউলকে ঘিরে পদকের আশা না থাকলেও গত দুই বছর ধরে নিজেকে যেভাবে তৈরি করেছেন, তাতে নতুন কিছু করে দেখাতেও পারেন বলেই ভাবা হয়েছিল। তবে অলিম্পিকের মতো বড় মঞ্চে আর কুলিয়ে উঠতে পারেননি এই তারকা।

ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অলিম্পিকে অংশ নিয়েছিলেন ২৪ বছর বয়সী রবিউল। ১৯৯২ সাল থেকে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অলিম্পিকে অংশ নিচ্ছে বাংলাদেশের শুটাররা। কিন্তু অলিম্পিকে স্মরণীয় কিছু করে দেখাতে পারেননি কেউই।

আরও খবর

                   

সম্পর্কিত