অনলাইন ডেস্ক ২৮ জুলাই ২০২৪ , ৫:৩২:১৭ প্রিন্ট সংস্করণ
দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো চালু করার বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযাযী যেখানে যা করা দরকার তাই করা হবে। এসব ধ্বংসযজ্ঞ দেখে আমাদের নেত্রী খুব কষ্ট পাচ্ছেন।
ওবায়দুল কাদের আজ শনিবার (২৭ জুলাই) রাজধানীর বনানীতে সেতু ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
বিএনপি-জামায়াত এই আন্দোলনের ওপর ভর করেছে। তাদের দীর্ঘদিনের ব্যর্থতার জন্য এমন হামলা। তারা গণতন্ত্র মানে না, তারা আগুন ও অস্ত্র নিয়ে নেমেছে।
ওবায়দুল কাদের বলেন,হামলাকারীদের যে ফুটেজ ছিল, তা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেওয়া হয়েছে।