ভোলা জেলা প্রতিনিধি: ইউসুফ হোসেন অনিক ২৮ জুলাই ২০২৪ , ৩:৫৪:০৭ প্রিন্ট সংস্করণ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সাংবাদিক সাগর চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাগর চৌধুরীকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। এতে সাংবাদিক সাগর চৌধুরীর মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছে। ৬টি সেলাই লাগে তার মাথায়।
সাংবাদিক সাগর চৌধুরী বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য পদে রয়েছেন।আহত সাংবাদিক সাগর চৌধুরী জানান, তার বাড়ি থেকে বাজারে আসার সময় হামলাকারীদের সাথে কথার কাটাকাটি হয়। একই এলাকার হামলাকারী রিয়াজ ও আমজাদ হোসেন ওরফে নাগর হত্যার উদ্দেশ্য করে ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় হামলাকারীরা হত্যার হুমকি দেয় সাংবাদিক সাগর চৌধুরীকে।
সাংবাদিক সাগর চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বোরহানউদ্দিনে কর্মরত সকল গনমাধ্যমের কর্মীরা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান তারা।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ জব্বারুল ইসলাম জানান, সাংবাদিকের উপর হামলা হয়েছে আমরা জানতে পেরেছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।