মতামত

উন্নয়ন প্রচার করে বলেই বিটিভি টার্গেটে করেছে: নৌ-প্রতিমন্ত্রী

  অনলাইন ডেস্ক ২৮ জুলাই ২০২৪ , ১১:১৯:৩৭ প্রিন্ট সংস্করণ

বিটিভি দেশের উন্নয়ন প্রচার করে বলেই সন্ত্রাসী হামলার টার্গেটে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বিটিভি দেশের উন্নয়ন প্রচার করে বলেই সন্ত্রাসী হামলার টার্গেটে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, বিটিভি দেশের উন্নয়নের কথা বলে। আমাদের অগ্রগতি ব্যাহত করার জন্যই তাই সেতু ভবন, বিটিভি ভবন ও ডাটা সেন্টারকে টার্গেট করেছে সন্ত্রাসীরা।

শনিবার (২৭ জুলাই) বেলা ১১ টায় সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, আমরা স্লোগান দিই, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। কিন্তু বাস্তবে আমরা রাজপথে ছিলাম না। এখন বাংলাদেশের ওপর আঘাত এসেছে। তাই ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

আরও খবর

                   

সম্পর্কিত