খেলা

প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪

  স্পোর্টস ডেস্ক ২৭ জুলাই ২০২৪ , ১০:১৪:৪৪ প্রিন্ট সংস্করণ

 জ্বালানো হল অলিম্পিক্সের আগুন। হট এয়ার বেলুন উঠে গেল আকাশে। আনুষ্ঠানিক ভাবে শুরু হল অলিম্পিক্স। অলিম্পিকসের উদ্বোধনী মানেই ছিল স্টেডিয়ামের ভিতরে জমকালো অনুষ্ঠান। সেই সঙ্গে পতাকা হাতে খেলোয়াড়দের হেঁটে আসা। আয়োজক দেশ নিজেদের সংস্কৃতি তুলে ধরে ওই অনুষ্ঠানে। প্যারিসের ভাবনাও তেমনই ছিল। কিন্তু চমক ছিল খেলোয়াড়দের নৌকা করে নিয়ে আসায়।

বিভিন্ন দেশের নৌকা যখন স্যেন নদী ধরে এগিয়ে চলেছে, তখন ফ্রান্সের অন্যতম সেরা সংগ্রহশালা, প্রদর্শনী স্থল গ্রাঁ প্যালাই থেকে জাতীয় সঙ্গীত গাইলেন অ্যাক্সেল সাঁ-সিরেল। ফ্রান্সের ইতিহাসে ১০ জন সবচেয়ে বিখ্যাত মহিলার মূর্তি উন্মোচন করা হল। সঙ্গে বর্ণনা করা হল তাঁদের কৃতিত্বের। পুরো অনুষ্ঠান জুড়েই চলল বৃষ্টি। দর্শক, প্রতিযোগী, পারফর্মার সকলেই ভিজলেন।

প্যারেডের শেষ তিন দেশ হিসাবে পর পর এল অস্ট্রেলিয়া (২০৩২ অলিম্পিকসের আয়োজক), আমেরিকা (২০২৮ অলিম্পিকসের আয়োজক) এবং ফ্রান্স (এ বারের আয়োজক)। ফ্রান্সের নৌকাটি ছিল বাকি সকলের থেকে আলাদা।

 অনুষ্ঠানের শেষ পর্বে অলিম্পিক্সের মশাল হাতে নেন জিসান। তার হাত থেকে সেই মশাল নেন রাফায়েল নাদাল। নৌকায় করে সেই মশাল নিয়ে স্যেন নদীর উপরে দেখা যায় নাদাল, সেরেনা উইলিয়ামস, কার্ল লুইসকে। আইফেল টাওয়ার জুড়ে আলোর খেলা দেখা যায়। ফ্রান্সের বিভিন্ন তারকাদের হাতে ঘুরল অলিম্পিকসের মশাল। শেষে গান গাইলেন সেলিনে ডিয়ন। ১৯৯৬ সালের অ্যাটলান্টা অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়েছিলেন তিনি।

আরও খবর

                   

সম্পর্কিত