অর্থনীতি

বাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম

  অর্থনীতি ডেস্ক ২৭ জুলাই ২০২৪ , ১০:০৫:০৮ প্রিন্ট সংস্করণ

ফের বেড়েছে সব ধরনের মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে খুচরা বাজারে বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে।সপ্তাহের শুরুতেও খুচরা বাজার থেকে ক্রেতারা ১৭০ টাকায় ব্রয়লার মুরগি কিনতে পেরেছেন। 

। লাল লেয়ার মুরগি কিনতে কেজিপ্রতি ক্রেতার গুনতে হচ্ছে ৩৫০ টাকা। এক্ষেত্রে দুই থেকে আড়াই কেজি ওজনের একটি মুরগির দাম পড়ছে ৭০০-৮৭৫ টাকা। এ অবস্থায় বেশ বিপাকেই পড়েছেন সাধারণ মানুষ।

শুক্রবার (২৬ জুলাই) সকালে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার সংলগ্ন মুরগির খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, গত সপ্তাহ এবং চলতি সপ্তাহের শুরুর দিকের তুলনায় এখন সব জাতের মুরগির দাম কেজিতে সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

দাম বাড়ার কারণ হিসেবে তারা বলেন, কারফিউ ও আন্দোলনের কারণে মুরগির গাড়ি আসতে পারেনি। যার কারণে ঢাকার আড়তগুলোতে মুরগি সংকট। এতে করে দামও কিছুটা বেড়েছে। আবার এই সপ্তাহে সবকিছু স্বাভাবিক হলে দাম কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত