খেলা

শিগগিরই দলীয় (আল-হিলালে) অনুশীলনে ফিরবেন নেইমার

  স্পোর্টস ডেস্ক ২৬ জুলাই ২০২৪ , ১০:০৯:২৯ প্রিন্ট সংস্করণ

কোপা আমেরিকার দলে যোগ দিতে পারেন নেইমার,জানালেন কোচ
ছবিঃ সংগৃহীত

কঠিন সময় পার করছেন নেইমার। ইনজুরির কারণে গত বছরের অক্টোবর থেকে খেলার বাইরে। যা থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি, খেলতে পারেননি সর্বশেষ কোপা আমেরিকাও।সম্প্রতি এই সেলেসাও সুপারস্টার পুরোদমে অনুশীলন শুরু করেছেন, এখন তার মাঠে নামার অপেক্ষা কেবল!

ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকম বলছে, সব ঠিক থাকলে শিগগিরই তিনি দলীয় (আল-হিলালে) অনুশীলনে যোগ দেবেন। সামাজিক মাধ্যমে দেওয়া বেশকিছু ছবিতে ব্রাজিলিয়ান তারকাকে পুরোদমে অনুশীলন করতে দেখা গেছে। তার হাসিমুখ দেখে মনে হয়েছে, চোটের স্থানে (হাঁটুর লিগামেন্ট) কোনো ধরনের অস্বস্তি বোধ করছেন না।

ধারণা করা হচ্ছে,  নেইমারের ম্যাচ ফিটনেস ফিরে পেতে সেপ্টেম্বর লেগে যাবে। এ সময়ের মধ্যে প্রাক-মৌসুম প্রস্তুতির তিনটি, সৌদি প্রো লিগের দু’টি ও সৌদি সুপার কাপের সেমিফাইনাল খেলবে আল-হিলাল। এই ছয় ম্যাচে নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই। আগামী ১৩ সেপ্টেম্বর আল রিয়াদের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচ দিয়ে খেলতে দেখা যেতে পারে বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা ফরোয়ার্ডকে।

আরও খবর

                   

সম্পর্কিত