জীবনযাপন

প্রতিবন্ধী ভিক্ষুক রাব্বি’র কথা “আর  ভিক্ষা করব না, ব্যবসা করব

  নিজস্ব প্রতিবেদক : রফিক বিশ্বাস ৬ এপ্রিল ২০২৪ , ১:২০:০৭ প্রিন্ট সংস্করণ

প্রতিবন্ধী ভিক্ষুক রাব্বি'র কথা "আর  ভিক্ষা করব না, ব্যবসা করব "
ছবি : সংগৃহীত

প্রতিবন্ধী ভিক্ষুক রাব্বি’র কথা আর  ভিক্ষা করব না, ব্যবসা করব “

আর ভিক্ষা করব না  আজ হতে ব্যবসা করব ” এ কথা গুলো বললো ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ডৌহাতলী গ্রামের মাতৃহারা প্রতিবন্ধী কিশোর ভিক্ষুক  রাব্বি(১৬)।

রাব্বি জানান, মায়ের মৃত্যুর  পর তার বাবা ২য় বিয়ে করে। সংসারের বুঝা হয়ে , না থেকে বাড়ি থেকে বেরিয়ে যায। যেখানে  রাত সেখানে ঘুমিয়ে থাকতো। মানুষের বাড়ি ঘরে রাত কাটিয়ে ভোর থেকে হাটবাজারে  ভিক্ষা করতো।  প্রায় একমাস পৃর্বে  বাজারে ভিক্ষারত কালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশীগন্জ বাজারে  তরুণ ব্যবসায়ী,সমাজসেবক, মানবতার ফেরিওয়ালা আবু হানিফের নজরে পড়ে।

তখন আবু হানিফ প্রতিবন্ধী ভিক্ষুক রাব্বি কে ভিক্ষা করার কারন বিষয়ে জিজ্ঞাসা করলে, সে আবু হানিফকে জানায় আমার একটি ব্যবসা হলে,আর ভিক্ষা করব না।  প্রতিবন্ধী ভিক্ষুক রাব্বিকে নিয়ে আবু হানিফ ফেইসবুকে মানবিক পোস্ট করেন। উক্ত ভিডিও পোস্ট  প্রবাসীদের নজরে পড়ে এবং প্রবাসীদের সহাযোগিতা আবু হানিফ  নগদেঅর্থে একটি  নতুন ভ্যান গাড়ি কিনে চা পান সহ মোদী দোকানের মালামাল কিনে দোকান করে দেন। সে ভ্যানে বসে  ব্যবসা  করবে। ভ্যানসহ নতুন দোকান পেয়ে রাব্বি বললো “আর ভিক্ষা করব না, ব্যবসা করব।

আরও খবর

                   

সম্পর্কিত