আন্তর্জাতিক ডেস্ক ২৫ জুলাই ২০২৪ , ৬:০৬:২৩ প্রিন্ট সংস্করণ
বিখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগার থেকেই এই পদের জন্য আবেদন করবেন তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ইমরান খানের উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদটি শুধুই আনুষ্ঠানিকতার। সম্প্রতি এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন ৮১ বছর বয়সী লর্ড প্যাটেন। দীর্ঘ ২১ বছর তিনি এই দায়িত্বপালন করেছেন। তার স্থলাভিষিক্ত হতে চান ইমরান খান।
তবে বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার বর্তমানে বন্দি রয়েছেন। বর্তমানে ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
ইমরান খান ১৯৭২ সালে অক্সফোর্ডের কেবেল কলেজে অর্থনীতি ও রাজনীতিতে অধ্যয়ন করেছিলেন, তিনি বিশ্ববিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেন ইমরান খান।