ববি প্রতিনিধি ১৭ জুলাই ২০২৪ , ১১:২৩:১৩ প্রিন্ট সংস্করণ
কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।১৭ জুলাই বুধবারে টানা ছয়ঘন্টা রাস্তা অবরোধের পর স্মৃতিসৌধের সামনে নিহত ব্যক্তিদের স্মরণ করা হয়।
গত সোমবার শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর মঙ্গলবার (১৬ জুলাই) বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে।পাল্টাপাল্টি হামলাও চলে।এমনকি একদফা দাবিতে কোটা সংস্কার চেয়ে সড়ক-মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
আন্দোলনে বিভিন্ন ঘটনায় চট্টগ্রাম,রাজশাহী ও রংপুরে মোট ছয়জন নিহত হয়েছেন।হতাহতের সংখ্যাটাও অনেক বেশি।কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত অবরোধ করে রাখেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের পিছনে নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করে।এর আগে সন্ধ্যার পর গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
আন্দোলনরত এক শিক্ষার্থী জানান,আমাদের ভাইদের যেভাবে হত্যা করা হয়েছে যেটি হ্রদয় বিদারক।আমরা তাঁদের ভুলতে চাইনা।এজন্য কোটা আন্দোলনে শহীদদের স্মরণে এটি নির্মাণ করেছি।যাতে সারা বাংলার মানুষ স্মরণ করে রাখে।