জাতীয়

ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ গ্রেপ্তার

  অনলাইন ডেস্ক ১৭ জুলাই ২০২৪ , ১২:০২:০১ প্রিন্ট সংস্করণ

ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ গ্রেপ্তার

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ সাত থেকে আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।অভিযান শেষে কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান হারুন অর রশিদ এ তথ্য জানান। তিনি জানান গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হবে।তিনি বলেন, সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় বসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, রেলের স্লিপার খুলে ফেলছে, মেট্রোরেল বন্ধ করে দিচ্ছে। গোয়েন্দা পুলিশ অবজারভেশনে জানতে পেরেছে যে, কেউ কেউ আন্দোলনকারীদের লাঠি দিয়ে, এমনকি অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান।

আরও খবর

                   

সম্পর্কিত