বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ রোকন বাপ্পি ১৫ জুলাই ২০২৪ , ৫:৩৬:০৫ প্রিন্ট সংস্করণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এখনই শুরু হচ্ছে না শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চলমান থাকবে। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের এক সভায় নেওয়া এক সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষণ করেছে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিম নিয়ে শিক্ষক কর্মকর্তাদের সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলমান থাকবে। একইসাথে আজ সকাল ১১ টায় কার্যনির্বাহী কমিটির সাধারণ মিটিং শেষে সামগ্রিক পরিস্থিতি বেলা ১২ টায় সংবাদ সম্মেলনের আয়োজন করে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এছাড়াও বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে নজরুল বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের দিনব্যাপী চলে অনির্দিষ্টকালীন কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ।