সকালের দুনিয়া ডেস্ক ১৫ জুলাই ২০২৪ , ১:৫৩:১১ প্রিন্ট সংস্করণ
কোটা সংস্কারের দাবিতে এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে এবার রাজপথে নেমেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর করা বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা।
সোমবার (১৫ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজের অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন শিক্ষার্থীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এসময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার তুই রাজাকার’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র কারো বাপের না’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘আমার স্বাধীন বাংলায়, একের কথা চলে না’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কোটা একটি অভিশাপ। স্বাধীনতার ৫৩ বছর পরও ৫৬% কোটা একটি অন্যায্য ব্যবস্থাপনার ফল। আমরা চাই সরকার কোটা সংস্কার করে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসুক। সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি। দেশের আপামর ছাত্র জনতাকে উত্তেজিত করে তার পরিণতি কখনোই ভালো হয়নি।
এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুনরায় ঢামেক ক্যাম্পাসে ফিরে যান। পরে আবার মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন।