খেলা

প্রথমবারের মতো ৬ জন পেলেন গোল্ডেন বুট

  স্পোর্টস ডেস্ক ১৫ জুলাই ২০২৪ , ১২:৫৫:৪৪ প্রিন্ট সংস্করণ

প্রথমবারের মতো ৬ জন পেলেন গোল্ডেন বুট
প্রথমবারের মতো ৬ জন পেলেন গোল্ডেন বুট

সদ্য সমাপ্ত ইউরো চ্যাম্পিয়নশিপে গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছিলেন কয়েকজন। দুজন ছিলেন এগিয়ে। কিন্তু স্পেনের ড্যানি ওলমো কিংবা ইংল্যান্ডের হ্যারি কেন- ফাইনালে গোলের দেখা পেলেন না কেউ। তাতেই হলো আরেক ইতিহাস। প্রথমবারের মতো টুর্নামেন্টের গোল্ডেন বুট জিতলেন যৌথভাবে ছয়জন!

ফাইনালের আগে দুটি গোল ছিল ইংল্যান্ড মিডফিল্ডার জুডে বেলিংহামের। স্পেনের ফ্যাবিয়ান রুইজ, নিকো উইলিয়ামসনও দুটি করে গোল লড়াইয়ে ছিলেন। কিন্তু রোববার বার্লিনে শিরোপা নির্ধারণী ম্যাচে গোলের দেখা পেলেন না তারাও। এতেই ব্যতিক্রমী এক নজির দেখাল এই প্রতিযোগিতাটি।

তাই সমান তিন গোল করা সেই ছয়জনকেই যৌথভাবে গোল্ডেন বুটজয়ী হিসেবে ঘোষণা করেছে উয়েফা। সেই ছয়জন হলেন ইংল্যান্ডের হ্যারি কেন, স্পেনের ড্যানি ওলমো, নেদারল্যান্ডসের কোডি গাকপো, জার্মানির জামাল মুসিয়ালা, জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে ও স্লোভেনিয়ার ইভান স্রাঞ্জ।

উয়েফা অবশ্য আগেই জানিয়ে রেখেছিল, গোল সংখ্যা সমান হলো যৌথভাবে গোল্ডেন বুট দেওয়া হবে। ফলে ওলমো, কেন, জামাল, গাকপো কিংবা স্রাঞ্জের অ্যাসিস্ট এই হিসেবে আনা হয়নি। এসব ফুটবলারের মধ্যে স্রাঞ্জ এবং জর্জেস চার ম্যাচে তিন গোল করেছেন। গোল্ডেন বুটজয়ী বাকি চার ফুটবলার তাদের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন।

সবশেষ ২০১২ ইউরোতে সমান তিন গোল করেছিলেন স্পেনের ফার্নান্দো তোরেস, রাশিয়ার অ্যালান জাগুয়েভে ও জার্মানির মারিও গোমেজ। কিন্তু গোল্ডেন পান কেবল তোরেস। কেননা ওই টুর্নামেন্টের নিয়ম অনুসারে সবচেয়ে কম সময় মাঠে ছিলেন স্প্যানিশ স্ট্রাইকার। এবার সেই নিয়ম থাকলে স্রাঞ্জ কিংবা জর্জেস জিততে পারতেন গোল্ডেন বুট।

আরও খবর

                   

সম্পর্কিত