স্পোর্টস ডেস্ক ১৪ জুলাই ২০২৪ , ১০:৩৬:১২ প্রিন্ট সংস্করণ
ভারত জাতীয় দলে একসঙ্গে খেলেছেন কপিল দেব ও অংশুমান গায়কোয়াড়। সাবেক খেলোয়াড় ও কোচ গায়কোয়াড় এখন ব্লাড ক্যান্সারের রোগী। যদিও লন্ডনে চিকিৎসাধীন এই সতীর্থের কথা কপিল প্রথম জেনেছেন পত্রিকার কলাম পড়ে। এরপর থেকে মন ভারাক্রান্ত ভারতের প্রথম বিশ্বকাপজয়ী এই অধিনায়কের।বিষয়টি নজরে আসতেই সাবেক সতীর্থের জন্য আবেগপ্রবণ হয়েছেন কপিল দেব। সাবেক এই ওপেনারের চিকিৎসায় অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। নিজের পেনশনের সব টাকা অংশুমানের চিকিৎসায় ব্যয় করার ঘোষণা দিয়েছেন কপিল। সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকেও।এ নিয়ে ক্রীড়া সাময়িকী স্পোর্টস্টারকে কপিল বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক ও হতাশাজনক। অংশুর অসুস্থতার খবরে ব্যথিত। কারণ, আমি তার সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। তাকে এই অবস্থায় দেখার ব্যাপারটি সহ্য করতে পারছি না। আমরা তার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত। পরিবার চাইলে পেনশনের টাকাও দিয়ে দিতে পারি।’সাবেক ক্রিকেটারদের জন্য বিসিসিআইয়ের কল্যাণ তহবিল না থাকা নিয়েও আক্ষেপ আছে কপিলের। যা নিয়ে তিনি বলেন, ‘মানুষ তাদের জন্য কোথায় টাকা পাঠাবে? যদি একটা ট্রাস্ট গঠন করা হয়, তাহলে সেখানে টাকা রাখা যেত। কিন্তু আমাদের সেই ব্যবস্থা নেই। আমাদের একটি ট্রাস্ট গড়ে তোলা উচিত। আমার মনে হয় বিসিসিআই সেটা করবে।’