অনলাইন ডেস্ক ১৩ জুলাই ২০২৪ , ৮:৪৫:১২ প্রিন্ট সংস্করণ
কোটা সংস্কার আন্দোলনে পুলিশ সদস্যদের ওপর হামলা, তাদের যানবাহন ভাঙচুর এবং মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়িচালক খলিলুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: ফারুক হোসেন বাসসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।কোটা সংস্কার আন্দোলনের সময় বৃহস্পতিবার (১১ জুলাই) অজ্ঞাত ব্যক্তিরা পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত করেছেন। গাড়ি ভাঙচুরের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। মামলার আসামির তালিকায় কারো নাম উল্লেখ করা হয়নি।
গাড়িচালক খলিলুর রহমানের করা মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছিল। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অজ্ঞাতনামা ছাত্ররা জড়ো হন। পরে বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে অজ্ঞাতনামা ছাত্ররা শাহবাগ মোড়ে গিয়ে ব্যারিকেড ভেঙে ফেলেন। পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করেন।