স্পোর্টস ডেস্ক ১২ জুলাই ২০২৪ , ৪:১৩:০০ প্রিন্ট সংস্করণ
কোপা আমেরিকায় কলম্বিয়া-আর্জেন্টিনার ফাইনালে দায়িত্ব পালন করবেন চার ব্রাজিলিয়ান রেফারি। ম্যাচে ফিল্ড রেফারি হিসেবে থাকবেন রাফায়েল ক্লাউস। তার সঙ্গে সহকারী এবং ভিএআরের দায়িত্বে থাকবেন আরও তিন ব্রাজিলিয়ান। চতুর্থ এবং পঞ্চম রেফারির দায়িত্ব পালন করবেন দুজন প্যারাগুইয়ান রেফারি। এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে কনমেবল।
কোপা আমেরিকার ফাইনালে লড়বে আর্জেন্টিনা-কলম্বিয়া। কিন্তু উত্তেজনার শেষ নেই ব্রাজিলেও। আকাশী নীল সমর্থকরা বলবেন, কলম্বিয়ার হলুদ জার্সিতে ভর করেছে সেলেসাওরা। কিন্তু বাস্তবতা বলছে, কনমেবলও চায় না ব্রাজিলকে বাদ দিয়ে হোক কোপার ফাইনাল। কিন্তু সেটা কিভাবে সম্ভব?
এই অসম্ভবকে দারুণভাবে সম্ভব করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা। কোপার ফাইনালে তারা ছয় রেফারির চারজনকে বেছে নিয়েছে ব্রাজিল থেকে। বাকি দুজন প্যারাগুইয়ান। মাঠে মূল রেফারির দায়িত্বে থাকবেন রাফায়েল ক্লাউস। তার সহকারী হিসেবে থাকবেন আরও দুই ব্রাজিলিয়ান ব্রুনো পিরেস এবং রদ্রিগো কোরেয়া। এছাড়া ভিডিও অ্যাসিস্টিং রেফারির দায়িত্বও তুলে দেয়া হয়েছে এক ব্রাজিলিয়ানের হাতে, রোডলস টস্কি, তার সহকারী হিসেবে থাকবেন দানিলো মানিস। তবে, চতুর্থ ও পঞ্চম রেফারি দুজনের জাতীয়তা আলাদা। হুয়ান বেনিতেজ এবং এডোয়ার্ডো কারাডোজা প্যারাগুইয়ান। আর এটা নিয়েই এখন চলছে আলোচনা। আর্জেন্টাইন সমর্থকদের কেউ কেউ বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না। তারা খুঁজে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ।
রেফরিং প্যানেল নিয়ে এমনিতে কোনো আলোচনা না হলেও, এবারের কোপা ফাইনালটা হতে যাচ্ছে বিশেষ। যার একটা কারণ এবারের পুরো আসর জুড়ে রেফারিদের নিম্নমানের কার্যকলাপ। ইতোমধ্যে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের রেফরিং নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দুঃখ প্রকাশ করতে হয়েছে কনমেবলকে। তাই হয়তো ফাইনালে কোনো ঝামেলা চায় না বলেই, তারা রাফায়েল ক্লাউসকে দিয়েছেন ম্যাচ পরিচালনার দায়িত্ব।
২০১৫ থেকে আন্তর্জাতিক ফুটবলে রেফারির দায়িত্ব পালন করছেন রাফায়েল ক্লাউস। কনমেবলের লিস্টেড ম্যাচ অফিশিয়ালদের মধ্যে তাকে সেরাদের একজন বলেই দাবি করা হয়। সর্বশেষ কাতার বিশ্বকাপেও দুটো ম্যাচে দায়িত্ব পালন করেছেন ক্লাউস। এছাড়া নিয়মিতভাবেই তিনি বিশ্বকাপ বাছাই, ফিফার বয়সভিত্তিক বিশ্বকাপ এবং দক্ষিণ আমেরিকান বড় সব ম্যাচেই রেফরিংয়ের অভিজ্ঞতা আছে তার।
ফাইনালে খেলা আর্জেন্টিনা এবং কলম্বিয়ারও বেশ কয়েকটি ম্যাচে রেফারি হিসেবে ছিলেন ক্লাউস। কলম্বিয়ার তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন এখন পর্যন্ত। সে ম্যাচগুলোতে এক জয়, হার আর ড্র’তে সমতায় ট্রাই কালাররা। তবে, ক্লাউসের অধীনে খেলা ম্যাচগুলোতে এখন পর্যন্ত ৯ বার হলুদ কার্ড দেখেছেন কলম্বিয়ান ফুটবলাররা। টানা ২৮ ম্যাচে অপরাজিত থাকা কলম্বিয়া শেষবার হেরেছিল ২০২২ সালে আর্জেন্টিনার বিপক্ষে। সে ম্যাচেও রেফারি ছিলেন রাফায়েল ক্লাউস।
আর্জেন্টিনার বিপক্ষে আরও তিনটি ম্যাচে ছিলেন ক্লাউস। যার মধ্যে সবচেয়ে আলোচিত ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটা। সেখানে ক্লাউসের বাজানো বাঁশিতেই পেনাল্টি পায় ইকুয়েডর। ম্যাচটা হয়েছিল ড্র। যদিও, পেনাল্টির সে সিদ্ধান্ত নিয়ে আর্জেন্টাইনরা খুশি নয় আজও।