জাতীয়

রাজধানীতে তীব্র জলাবদ্ধতা: ডুবেছে বহু এলাকা, সড়কে বিকল গাড়ি

  অনলাইন ডেস্ক ১২ জুলাই ২০২৪ , ২:৫৫:২৮ প্রিন্ট সংস্করণ

রাজধানীতে তীব্র জলাবদ্ধতা: ডুবেছে বহু এলাকা, সড়কে বিকল গাড়ি

শুক্রবার, জুলাই ১২, ২০২৪, সকালের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট পানিতে ডুবে গেছে। এছাড়া রাস্তায় অনেক গাড়ি বিকল হয়েছে।

ডুবে যাওয়া এলাকাগুলো হলো__ ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউ মার্কেট, বাংলামোটর, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়দাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কেল রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্যভবন, কাওরান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড, মিরপুর মাজার রোড ইত্যাদি।

জলাবদ্ধতার সমস্যা নিরসনে বিভিন্ন সময়ে ঢাকার দুই সিটি করপোরেশনের নেওয়া নানা ‘অকার্যকর’ উদ্যোগ ও ‘লোকদেখানো’ তৎপরতার সমালোচনা করেছেন নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা।

আরও খবর

                   

সম্পর্কিত