দিনাজপুর প্রতিনিধিঃ রহমত-আল-আকাশ ১১ জুলাই ২০২৪ , ৫:০৩:৪৪ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও গরু বোঝাই ভটভটির সংঘর্ষে ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের রাণীগঞ্জ সরকারি ২য় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আব্দুর রশিদ (৬০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহত ব্যক্তি হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বানেশ্বর গ্রামের মৃত আব্দুলের ছেলে আব্দুর রশিদ (৬০)।
আহতদের মধ্যে ৩ জন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে এবং ৪ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আহতরা হলেন আজিজুল হক (৬০), লেবু মিয়া (৩০), তাছির (৬০), জোব্বার মিয়া (৩৫), আবেদ আলী (৫৫), তারিফ (৪৫), এবং আমিরুল মিয়া (৬০)। আহতরা সকলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গরু নিয়ে কিছু ব্যবসায়ী ভটভটি যোগে রাণীগঞ্জ গরুর হাটে আসার পথে ওই স্থানে পৌঁছিলে দিনাজপুর গামী একটি মিনি ট্রাক (যার নং-ঢাকা মেট্রো ২১-৬১৪০) পিছন থেকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ বাধে। এতে ভটভটিতে থাকা গরু ব্যবসায়ীরা ছিটকে রাস্তার উপরে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্বার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. তাজকিয়া জানান, আহতদের মধ্যে আব্দুর রশিদের অবস্থা আশঙ্কাজনক ছিল। প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি মো: আসাদুজ্জামান আসাদ জানান, নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। গরুসহ ভটভটি ও ট্রাক থানা হেফাজতে নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।