বিনোদন

প্রথমবার কোপার ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা

  বিনোদন ডেস্ক ১১ জুলাই ২০২৪ , ১২:৩৩:০৪ প্রিন্ট সংস্করণ

প্রথমবার কোপার ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা

আর্জেন্টিনার পর কোপা আমেরিকার ফাইনালে উঠে গেছে কলম্বিয়া, আর মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য বিরতিতে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা।

FIFA World Cup: Shakira, Carlos Santana, Samba for Closing Ceremony |  Football News

আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল। এর মধ্য বিরতিতে (হাফ টাইম) মঞ্চ মাতাতে দেখা যাবে এই পপ তারকাকে।লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল থেকে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ বলেছেন, “শাকিরা একজন অসাধারণ দক্ষিণ আমেরিকান তারকা, যিনি সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছেন। তার গানগুলো গ্রহের প্রতিটি কোণে গাওয়া হয় এবং সবাইকে নাচের তালে মাতিয়ে দিয়ে তার শিল্পকে একটি বৈশ্বিক ঘটনায় রূপান্তর করে, যা সীমানা অতিক্রম করে লক্ষ লক্ষ মানুষ উপভোগ করে৷ আমরা নিশ্চিত যে কোপা আমেরিকা ইউএসএ ২০২৪-এ তার পারফরম্যান্স খেলাধুলার মাধ্যমে সুস্থতা এবং ঐক্যের বার্তাকে প্রতিফলিত করবে।”

আরও খবর

                   

সম্পর্কিত