অপরাধ

ভোলায় জেলেদের চাল বিতরনে অনিয়ম,ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে মানববন্ধন

  ভোলা জেলা প্রতিনিধি ১০ জুলাই ২০২৪ , ১২:৫৫:৩৩ প্রিন্ট সংস্করণ

ভোলায় জেলেদের চাল বিতরনে অনিয়ম-ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে মানববন্ধন
ভোলায় জেলেদের চাল বিতরনে অনিয়ম-ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে মানববন্ধন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নে জেলেদের চাল বিতরনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে হাসাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ চৌধুরী’র বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জেলেরা।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১টায় হাসাননগর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলেদের সাথে একাত্নতা প্রকাশ করে সর্বস্তরের জনগন মানববন্ধনে জোগ দেন।

মানববন্ধনে জেলেরা ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, হাসাননগর ইউনিয়নটি মেঘনার তীরবর্তী জেলে অধ্যুষিত এলাকা হওয়া সত্বেও জেলেদের চাল সঠিক ভাবে বিতরন করা হয়নি যারা জেলে নয় তারা চাল পাচ্ছে আর যারা প্রকৃত জেলে তারা না খেয়ে মরছে।

এছাড়া হাসাননগর ইউনিয়নের চেয়ারম্যান আবেদ চৌধুরীর অনিয়ম ও দূর্নীতির বিষয়ে অভিযোগ করেন মানববন্ধনে উপস্থিত জেলেরা।

জেলেদের চাল বিতরনে অনিয়মের বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুজ্জমান সকালের দুনিয়াকে জানান, আমি ইতোমধ্যে ঘটনার সম্পর্কে জেনেছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
আরেক প্রশ্নের জবাবে নির্বাহী কর্মকর্তা বলেন, চাল বিতরনের বিষয়ে শতভাগ নজর রাখার চেষ্টা করি আমি ইতোমধ্যে টেগ অফিসারকে তলব করেছি। বিস্তারিত জেনে তারপর আপনাদের জানাব।

এদিকে অভিযুক্ত হাসাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ চৌধুরীর কাছে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনি যতই ভালো কাজ করবেন কোন লাভ নাই জেলেদের চাল বিতরন শতভাগ সততার সাথে করেছি। তবে আমি খোঁজ নিয়ে জেনেছি যারা মানববন্ধনে ছিল তারা অনেকেই জেলে নয়।

আরও খবর

                   

সম্পর্কিত