অপরাধ

বগুড়ায় ১০ হাজার পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

  বগুড়া জেলা প্রতিনিধি ৮ জুলাই ২০২৪ , ৭:৪৩:৩২ প্রিন্ট সংস্করণ

বগুড়ায় ১০ হাজার পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার
বগুড়ায় ১০ হাজার পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

বগুড়ায় ১০ হাজার পিস ট্যাপেন্টাডলসহ মোঃ গোলাম জাকারিয়া (৩৩) নামের একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত জাকারিয়া বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মুরাদনগর পৃর্বপাড়া এলাকার মোঃ আব্দুল কাফির ছেলে। বর্তমানে তিনি বগুড়া সদরের সূত্রাপুর ঈদগাহ মাঠ সংলগ্ন গাজী মেরী ম্যানশন নামের একটি ফ্লাটে বসবাস করতেন।

সোমবার (৮ জুলাই) এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী।

সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার সূত্রাপুর ঈদগাহ মাঠ সংলগ্ন মেরী ম্যানশন নামের একটি ফ্লাটে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ট্যাপেন্টাডলসহ জাকারিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত