সারাদেশ

বদলগাছীতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

  নওগাঁ প্রতিনিধিঃ আবু রায়হান লিটন ৮ জুলাই ২০২৪ , ৫:০৪:৪৯ প্রিন্ট সংস্করণ

বদলগাছীতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
বদলগাছীতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

নওগাঁর বদল গাছীতে খরিপ মৌসুমে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষে (উফশী) জাতের ধান বীজ ও সার প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
বদল গাছী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন নওগাঁ ৪৮- বদল গাছী – মহাদেব পুর -৩ আসেনের সাংসদ সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।
৮ জুলাই সোমবার সকাল ১০ টায় বদল গাছী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংসদের সহধর্মিণী রক্তিমা চক্রবর্তী, উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান সহ সকল অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী,সাংবাদিক ও সুবিধাভোগী কৃষক বৃন্দ।
এক হাজার চার শত দশ জন কৃষকদের মাঝে পাঁচ কেজি উফশি বা উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও দশ কেজি ডিএপি এবং দশ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
একই অনুষ্ঠানে শিক্ষা উপবৃত্তি এবং দুস্থদের মাঝে ৪৫টি চেক,সেলাই মেশিন ও ঢেউ টিন বিতরণ করা হয়।

আরও খবর

                   

সম্পর্কিত