আন্তর্জাতিক

উরুগুয়ের হাসপাতালে আগুন, ১০ প্রবীণ নাগরিকের মৃত্যু

  আন্তজার্তিক ডেস্ক ৮ জুলাই ২০২৪ , ৩:৩৩:২০ প্রিন্ট সংস্করণ

উরুগুয়ের হাসপাতালে আগুন, ১০ প্রবীণ নাগরিকের মৃত্যু
উরুগুয়ের হাসপাতালে আগুন, ১০ প্রবীণ নাগরিকের মৃত্যু

উরুগুয়ের রাজধানী থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে অবস্থিত ট্রেইনটা ওয়াই ট্রেস শহর। সেখানে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০ প্রবীণ নাগরিকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় রবিবার (৭ জুলাই) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালটি খুব বড় নয়। সব মিলিয়ে ছয়টি ঘর। সেখানে অধিকাংশই প্রবীণ নাগরিকেরা ভর্তি ছিলেন।

জানা গেছে, আচমকাই সেখানে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় চারদিক।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ধোঁয়াতেই ১০ জন প্রবীণ নাগরিকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে এক ২০ বছরের যুবক ছিলেন। তিনি সেখানে কাজ করতেন। আগুন লাগার পর তিনি পালিয়ে প্রাণে বেঁচেছেন।

মনে করা হচ্ছে, হাসপাতালের বসার ঘরে আগুন লাগে। তবে কীভাবে আগুন লাগলো, তা এখনো অজানা। যে যুবক প্রাণে বেঁচেছেন, তিনি গ্যারেজের ভেতর দিয়ে বাইরে এসেছেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।

আরও খবর

                   

সম্পর্কিত