স্পোর্টস ডেস্ক ৮ জুলাই ২০২৪ , ৩:২৫:৪৬ প্রিন্ট সংস্করণ
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে জার্মানির বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে টনি ক্রুসের ফুটবল ক্যারিয়ার।তারপরও যেন কিছু একটা বাকি ছিল। সেই আনুষ্ঠানিকতাও এবার সারা হলো। আবেগঘন বার্তায় ক্রুস বললেন, ‘বিদায়’।
আন্তর্জাতিক ফুটবল থেকে আগেও অবশ্য একবার অবসর নিয়েছিলেন ক্রুস। তবে দীর্ঘ কয়েক বছরের ব্যর্থ পথচলার পর পালাবদলের মধ্য দিয়ে যাওয়া দলের প্রয়োজনে এবং কোচের অনুরোধে অবসর ভেঙে ফেরেন তিনি। লক্ষ্য ছিল এবারের ইউরো।
কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে হেরে ইউরোর চলতি আসর থেকে ছিটকে যাওয়ার দুই দিন পর ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দিলেন জার্মানি ও রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস।
রবিবার (৭ জুলাই) ইনস্টাগ্রামে টনি লেখেন, “তাহলে এ পর্যন্তই! তবে বিশ্রামে যাওয়ার আগে গত ১৭ বছরে কী কী ঘটেছে তা উপলব্ধির চেষ্টা করার আগে, আমি যেমন সেভাবেই আমাকে গ্রহণ করায় সবাইকে ধন্যবাদ জানানোর সুযোগটি মিস করতে চাই না।”