অনলাইন ডেস্ক ৮ জুলাই ২০২৪ , ১১:০৮:৪৮ প্রিন্ট সংস্করণ
বাড়ি ফেরার ছয় দিনের মাথায় ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
রবিবার (৭ জুলাই) দিবাগত রাত ৪টা ১২ মিনিটের দিকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সাবেক এ প্রধানমন্ত্রীকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে আজ সোমবার (৮ জুলাই) ভোর ৪টা ১২ মিনিটে রওয়ানা হয়ে ৪টা ৪৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় তাকে বহনকারী গাড়িটি। হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।তিনি বলেন,“ভোর সোয়া ৪টার দিকে ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি এখন কেবিনে চিকিৎসাধীন আছেন।”৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস,আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত চার বছরে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে তিনজন লিভার বিশেষজ্ঞ এনে তার লিভারে অস্ত্রোপচারও করা হয়।