ধর্ম

নালিতাবাড়ীতে শুরু হলো হিন্দুধর্মাবলম্বীদের জগন্নাথদেবের রথযাত্রা

  শেরপুর প্রতিনিধিঃ অমিত চক্রবর্তী ৭ জুলাই ২০২৪ , ৮:৩৫:১৩ প্রিন্ট সংস্করণ

নালিতাবাড়ীতে শুরু হলো হিন্দুধর্মাবলম্বীদের জগন্নাথদেবের রথযাত্রা
নালিতাবাড়ীতে শুরু হলো হিন্দুধর্মাবলম্বীদের জগন্নাথদেবের রথযাত্রা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের উৎসব জগন্নাথদেবের রথযাত্রা। আজ ০৭ জুলাই রবিবার দুপুর ২ ঘটিকায় নালিতাবাড়ী লোকনাথ মন্দির সম্মুখ হতে এই রথযাত্রা শুরু হয়ে নালিতাবাড়ী পৌর শহর প্রদক্ষিণ করেন। আগামী ১৫ জুলাই সোমবার উল্টো রথের মধ্য দিয়ে এবছরের মতো সমাপ্তি ঘটবে এই উৎসবের । সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের এই রথযাত্রাটি।বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে নয় দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব চলমান থাকে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না।

এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। নালিতাবাড়ী সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের এই উল্টো রথযাত্রায় উপস্থিত নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা,উপজেলা চেয়ারম্যান হাজী মোশারফ হোসেন, উপস্থিত ছিলেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া আর উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অরুণ চন্দ্র সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু যুগেন চন্দ্র রায়, শহর পুজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক সাহা, কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু গোপাল চন্দ্র সরকার, নালিতাবাড়ী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি বাবু কালাচান পাল ও সাধারণ সম্পাদক বিজয় চন্দ্র সিংহ, সাংগঠনিক সম্পাদক পুলক রায়,এবং অর্থ বিষয়ক সম্পাদক অমিত চক্রবর্তী  প্রমুখ

আরও খবর

                   

সম্পর্কিত