বিনোদন

স্কুলে ভর্তি হলেন ডিপজল!

  বিনোদন ডেস্ক ৭ জুলাই ২০২৪ , ১:৩৪:০৩ প্রিন্ট সংস্করণ

স্কুলে ভর্তি হলেন ডিপজল!
ছবি সংগৃহিত

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ছবিগুলো দেখলে কৌতুহলই জাগবে। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক তিনি। তিনি কেন হঠাৎ স্কুল ড্রেস পরে স্কুলে গিয়ে ক্লাস করছেন? নেটিজেনরাও হয়তো বিস্ময়বোধ করছেন ডিপজল স্কুলে গিয়ে এই বয়সে কেন পড়াশোনা করছেন। যদিও শিক্ষার কোনো বয়স নেই। সব বয়সের মানুষও নানা উপায়ে শিক্ষা গ্রহণ করতেই পারে। 

তবে ডিপজলের এটা বাস্তব জীবনের কোনো ঘটনা নয়। একটি চলচ্চিত্রে তিনি স্কুলে যাতায়াত শুরু করেছিলেন।  উদ্দেশ্য রয়েছে মূলত সেই স্কুলের শিক্ষিকা মৌ খানের প্রেমে পড়েন ডিপজল। এরপর থেকে নানাভাবেই ইমপ্রেস করতে শুরু করেন মৌকে। যদিও ক্লাসে মৌ তাকে শিক্ষা নেওয়ার ব্যাপারে নাকচ করে দিতে চান, বলেন- যারা মাস্তানি, গুন্ডামি করে তাদের দ্বারা শিক্ষা গ্রহণ সম্ভব নয়।

এই সিনেমায় ডিপজল থাকেন একজন ভয়ঙ্কর সন্ত্রাসী। সেই সন্ত্রাসবাদ থেকে প্রেমে পড়ে যান ডিপজল। এরপর তার মধ্যে পরিবর্তন শুরু হয়। সম্প্রতিও ডিপজলের ফেসবুক পেইজ থেকে এমন একটি ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওটি সিনেমার অংশ বিশেষ। নেটিজেনরাও ডিপজলের এমন চরিত্র দেখে মজা পেয়েছেন। অনেকেই নানারকম মন্তব্য করেছেন।

আরও খবর

                   

সম্পর্কিত