সারাদেশ

নান্দাইল কল্যাণ সমিতির কমিটি গঠন

  নিজস্ব প্রতিনিধিঃ মো মাহবুবুল আলম ৩ জুলাই ২০২৪ , ১০:৫২:৪৪ প্রিন্ট সংস্করণ

নান্দাইল কল্যাণ সমিতির কমিটি গঠন
নান্দাইল কল্যাণ সমিতির কমিটি গঠন

বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারীদের নিয়ে গঠিত নান্দাইল কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। দ্বি-বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রীর সহকারী একান্ত সচিব আবু নছর ভূইঁয়া মাসুককে সভাপতি ও ময়মনসিংহ জেলা মহানগর আওয়ামীলীগের সম্মানিত সদস্য তারাকান্দা শেখ মুজিব ডিগ্রী কলেজের প্রভাষক হাসনাত জামান সবুজকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে। 

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম গত ৩০ জুন  এই কমিটির অনুমোদন প্রদান করেন।

অন্য সদস্যরা হচ্ছেন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি ৫জন যথাক্রমে মো. মাহমুদুল হাসান রুনু, আব্দুল ওয়াদুদ ভূইঁয়া, শেখ গিয়াস উদ্দিন, মো. আলী নুর খান শাহারিয়ার, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক ২জন মো. নূরুল ইসলাম মানিক ও আনোয়ারুল হোসেন মল্লিক, সাংগঠিক সম্পাদক ২জন এমএ পলাশ ও বরকত উল্লাহ মিলন অর্থ সম্পাদক মাসুদ পারভেজ রউফ।

অন্যান্যরা হচ্ছেন, মোস্তাফিজুর রহমান রিপন, আমিরুল ইসলাম, বাছিরুল করিম লিটন, হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম, সাজিদ হাসান নিপুন, রফিকুজ্জামান রফিক, সুলতানা বেগম জারমিন, বিল্লাল মাহমুদ মানিক, মো. রেজাউল করিম ও রায়হানুল আমিন সোহাগ,মো: শফিউল আলম খান আঁখি,মো শোয়ায়েব লিটন, শেখ মুজিব ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক এবং কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ বদিউল আলম মামুন, মো রেজাউল করিম ভূঞা রিপন, মোঃ মনিরুজ্জামান, মোঃ এমদাদুল হক, মোঃ আতাউর রহমান মনি, মোঃ হেলাল উদ্দিন ভূঞা, আলমগীর কবির উজ্জ্বল, মোঃ নজরুল ইসলাম, পিকলু সাহা, এবং সম্মানিত সদস্যবৃন্দ মোঃ ফিরোজ কবির, মোঃ নজরুল ইসলাম, ইউসুফ আকন্দ মুজিবুর, গোলাম মাসুদ করিম দিপু, মোঃ আশরাফুল আলম ফকির ফরহাদ প্রমুখ নেতৃবৃন্দ। 

নান্দাইল কল্যাণ সমিতি নান্দাইল বাসীর কল্যাণে ময়মনসিংহ শহরে অধিকতর দায়িত্ব পালন করবেন বলে নান্দাইলের সর্বস্তরের সুধীজন মনে করেন।

আরও খবর

                   

সম্পর্কিত