শিক্ষা

বন্যায় ফেনীর দুই উপজেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

  সকালের দুনিয়া ডেস্ক ২ জুলাই ২০২৪ , ১১:৪৫:৪০ প্রিন্ট সংস্করণ

বন্যায় ফেনীর দুই উপজেলার এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যায় ফেনীর দুই উপজেলার এইচএসসি পরীক্ষা স্থগিত। (ছবি সংগৃহিত)

আকস্মিক বন্যার কারণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় সোমবারের (২ জুলাই) অনুষ্ঠিতব্য পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। 

ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার জানান, স্থানীয় দুই উপজেলায় বন্যার অবনতি হওয়ায় সেখানকার পরিস্থিতি বিবেচনা করে সোমবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

তিনি আরো জানান, দুই উপজেলায় অসংখ্য মানুষ এই মুহূর্তে পানিবন্দী হয়ে পড়ায় এখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

তিনি জানান, ফেনী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। 

উল্লেখ্য, ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪টি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম ইতোমধ্যে প্লাবিত হয়েছে। 

এছাড়া সোমবার (১ জুলাই) রাত সাড়ে ১১টা থেকে ফুলগাজী বাজারে পানি বাড়ায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত