শিক্ষা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির পেনশন স্কিম বাতিলের দাবীতে কর্মবিরতি

  ময়মনসিংহ প্রতিনিধি ১ জুলাই ২০২৪ , ৮:০৩:৫৭ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির পেনশন স্কিম বাতিলের দাবীতে কর্মবিরতি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির পেনশন স্কিম বাতিলের দাবীতে কর্মবিরতি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে আজ ১লা জুলাই ২০২৪ বাকৃবি’র প্রশাসন ভবন সংলগ্ন করিডোর প্রাঙ্গনে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত সার্বজনীন পেনশন (প্রত্যয় স্কিম) সংক্রান্ত বৈষম্য মূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অন্তর্ভূক্তকরণ এবং শিক্ষকরে জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করার দাবীতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়েছে।

 বাংলাশে কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরার এর সভাপতিত্বে কর্মবিরতি পালন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাকৃবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাক প্রফেসর ড. তানভীর রহমান। এছাড়াও আরো বক্তব্য রাখেন, প্রফেসর ড. সাইুর রহমান, প্রফেসর ড. বাহানুর রহমান খান, প্রফেসর ড. এম. হারুন-অর রশি, প্রফেসর ড. আখতার হোসেন চৌধুরী, প্রফেসর ড. সুভাস চন্দ্র দাস সহ প্রমুখ।

সরকারের ঘোষিত পেনশন স্কিম বাতিলসহ উল্লেখিত দাবীসমূহ না মানা পর্যন্ত শিক্ষকরে কর্মবিরতি আন্দোলন অব্যাহত থাকবে বলে শিক্ষক নেতৃবৃন্দ জানান। বাকৃবির শিক্ষক সমিতির সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচিতে সকল শিক্ষক অংশগ্রহণ করেন।


আরও খবর

                   

সম্পর্কিত