জাতীয়

বর্তমানে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ- র‌্যাব মহাপরিচালক 

  অনলাইন ডেস্ক ১ জুলাই ২০২৪ , ১২:২৪:২৯ প্রিন্ট সংস্করণ

বর্তমানে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ- র‌্যাব মহাপরিচালক 
ছবি: সংগৃহিত

বর্তমানে বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি নিরাপদ দেশ বলে মনে করেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশিদ।

সোমবার (১ জুলাই) গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে হলি আর্টিজান এ জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন র্যাব ডিজি। পরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

জঙ্গি সংগঠন ‘আনসার ইসলাম ও আদালত থেকে জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা এসব বিষয়ে নজরদারি করছি। গত সপ্তাহেও চট্টগ্রাম থেকে তিনজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সার্বক্ষণিকই জঙ্গিদের বিষয়ে নজরদারি করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিরা এক সময় নানা প্রচারণা করার চেষ্টা করেছে। জঙ্গিরা ডার্ক ওয়েব ব্যবহার করেছে এক সময়। আমরা কিন্তু এসব বিষয়ে নজরদারি করছি। ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের নজরদারি রয়েছে। আমরা আশ্বস্ত করতে চাই – এই দেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না।  

ডিজি মো. হারুন অর রশিদ বলেন,আমি দেশের সাধারণ মানুষকে আশ্বস্ত করতে চাই যে এদেশে আর কখনোই জঙ্গিবাদের উত্থান বা মৌলবাদের উত্থান হবে না।

আরও খবর

                   

সম্পর্কিত