প্রতিনিধি ১ জুলাই ২০২৪ , ১০:২১:৪২ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে মৌসুমি বায়ুর প্রভাবে সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে সাধারণ অফিসগামী মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছে আজ থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থীরা।
বৃষ্টি ও জলাবদ্ধতার কবলে পড়ে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়েও শঙ্কায় পড়েন অভিভাবকরা। এমনকি বৃষ্টির ভোগান্তি মাথায় নিয়েই কেন্দ্রে ঢুকেছেন পরীক্ষার্থীরা।
টানা বৃষ্টিতে নগরীর ২ নম্বর গেট, রহমান নগর, খুলশী রেলগেট, ওয়্যারলেস মোড়সহ বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে যায়। জাকির হোসেন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যেখানে তিনটি পরীক্ষা কেন্দ্র অবস্থিত।
পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষা হলে পৌঁছানোর নিয়ম থাকায়, বৃষ্টি ও যানজটের মধ্যে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
এর আগে, আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল।উল্লেখ্য, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই হলে প্রবেশ করতে হবে, শিক্ষা বোর্ডগুলো এমন নির্দেশনা দিয়ে রেখেছে আগেই। তবে অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্বের কারণ একটি রেজিস্টারে লিখে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।