সকালের দুনিয়া ডেস্ক ৩০ জুন ২০২৪ , ৫:০১:৪৮ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় এইচএসসি পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করার দায়ে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাদের সহযোগিতা করার অপরাধে মো. সাদিকুর রহমান নামে দায়িত্বপ্রাপ্ত প্রভাষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
৩০ জুন, রবিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার মাহমুদপুর সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজে বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিনূর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহযোগিতা করার অপরাধে প্রভাষক সাদিকুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং উপজেলার মেজর ভিটা এলাকার মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।