অতিঃ পুলিশ সুপার ৩ এপ্রিল ২০২৪ , ৩:২৬:৩৭ প্রিন্ট সংস্করণ
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাই সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার নিমিত্তে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
০২। এরই ধারাবাহিকতায় অদ্য ০২/০৪/২০২৪ ইং তারিখ র্যাব-১৪, ময়মনসিংহের একটি টহল টিম ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা সাকিনস্থ ঢাকা বাইপাসের দক্ষিণ পশ্চিম দিকে বিসমিল্লাহ ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর টহল ডিউটি চলাকালে তল্লাশী চৌকি স্থাপন করা হয়। তল্লাশিকালে অনুমান ১৩.০০ ঘটিকার সময় তল্লাশি চৌকির সামনে ০২ (দুই) জন লোক আসিলে তাদের গতিবিধি সন্দেহ হলে তাদের পথরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দুইজন লোক এলোমেলো কথা বলতে থাকে এবং একপর্যায়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে দুই ছিনতাইকারী ১। রনি বণিক (৩০), পিতা -মৃত প্রসন্ন বণিক সাং- গোয়াইলকান্দি ২। মো: রুমান মিয়া(২৫), পিতা – মৃত লাল মিয়া,সাং- টান কাতলাসেন, উভয়থানা-কোতোয়ালী, জেলা -ময়মনসিংহ ‘দেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে (ক)একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের রিং, আনুমানিক বাজার মূল্য ৩৬,৮৬০/- টাকা, এবং (খ)ফোল্ডিং চাকু, উদ্ধারকরত জব্দ করা হয়।
৩। ধৃত আসামীদ্বয়কে স্বর্ণের চেইন, স্বর্ণের রিং এর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আসামীদ্বয় অকপটে স্বীকার করে যে, তারা ময়মনসিংহ শহরে মার্কেটের ভিড়ের মধ্যে হতে অজ্ঞাতনামা এক মহিলার কাছ থেকে সু-কৌশলে এই স্বর্ণ চুরি করেছে। চোরাইকৃত স্বর্ণ তারা বিক্রি করার জন্য স্বর্ণের দোকানের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানায়। তারা আরো জানায় তাদের কাছ থেকে উদ্ধারকৃত চাকুটি তারা চুরি করার কাজে ব্যবহার করে। ধৃত আসামীদ্বয় পেশাদার চোর দলের সক্রিয় সদস্য। তারা বাসাবাড়ি, দোকানঘরে লোকজন না থাকলে সেই সুযোগে টাকা পয়সা, স্বর্ণ অলংকার ও মূল্যবান জিনিসপত্র সু-কৌশলে চুরি করে নিয়ে যায়।
৪। ধৃত আসামিদ্বয়কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
৫। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও র্যাবের অভিযান অব্যাহত থাকবে