প্রতিনিধি ২৯ জুন ২০২৪ , ৯:৩১:২০ প্রিন্ট সংস্করণ
সপ্তম শ্রেণির পাঠ্যবই থেকে “শরীফার গল্প” শীর্ষক আলোচিত গল্পটি বাদ দেওয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
পাঠ্যবই থেকে “শরীফার গল্প” বাদ দিতে গত ৪ জুন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘাতক দালাল নির্মূল কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে “হঠকারী” বলেও মন্তব্য করেছে। অবিলম্বে শিক্ষা মন্ত্রণালয়ের এই নতজানু সিদ্ধান্ত বাতিল ও সর্বস্তরে যুগোপযোগী এই শিক্ষাক্রম পুরোদ্যমে চালুর দাবি জানাচ্ছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্টজনদের মধ্যে রয়েছেন—শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ব্যারিস্টার শফিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি শামসুল হুদা, বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ, অধ্যাপক অনুপম সেন, নাট্যজন রামেন্দু মজুমদার, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুন নবী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. কাজী কামরুজ্জামান, ড. ফওজিয়া মোসলেম, শহীদজায়া সালমা হক, অধ্যাপক মুনতাসীর মামুন, সাংবাদিক আবেদ খান, শিল্পী আবুল বারক আলভী, অধ্যাপিকা মাহফুজা খানম, কথাশিল্পী ডা. আনোয়ারা সৈয়দ হক, শহীদসন্তান সাংবাদিক জাহিদ রেজা নূর প্রমুখ।