অপরাধ

চট্টগ্রামে চাঁদা উত্তোলনের সময় ০৭ জন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে RAB-৭

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৪ , ২:৪৪:১৭ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে চাঁদা উত্তোলনের সময় ০৭ জন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে RAB-৭
চট্টগ্রামে চাঁদা উত্তোলনের সময় ০৭ জন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে RAB-৭

চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট পৌরসভা এলাকায় পরিবহণ থেকে চাঁদা উত্তোলনের সময় ০৭ জন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চাঁদাবাজ চক্র চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট পৌরসভা এলাকার খাগড়াছড়ি মহাসড়ক এবং পুরাতন বিশ্ব রোড এলাকায় চলাচলরত বিভিন্ন পরিবহন চালকদের নিকট হতে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০২ এপ্রিল ২০২৪ইং তারিখ আনুমানিক ১৫৪০ ঘটিকায় বর্ণিত এলকায় অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ সোহেল (৩৩), পিতা-মৃত নুরু পাটোয়ারী, সাং-চান্ডাবাজার, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, ২। ইসমাইল হাওলাদার (৫০), পিতা- মৃত আব্দুর রহমান হাওলাদার, সাং- পূর্ব শাপলাজা, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর, ৩। মোঃ মাইন উদ্দিন @ রাসেল (৩১), পিতা-মোঃ বাবুল মিয়া, সাং-দক্ষিণ অলিনগর, ৪। মোঃ শামসুদ্দীন মিয়া (৩৭), পিতা- মৃত আনোয়ার হোসেন, সাং-পূর্ব হিঙ্গুলী ইসলামপুর, ৫। মোঃ ইলিয়াস (৪৫), পিতা-মোঃ ওবায়দুল হক, সাং-পরাগলপুর, ৬। জাহিদ হাসান (২৫), পিতা-আবুল কালাম, সাং-মধ্যম সোনাপাহাড়, ৭। মোঃ রহিম (২৪), পিতা-মোঃ দুলাল, সাং-উত্তর সোনাপাহাড়, সর্ব থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রামদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী কালে তাদের নিজ হাতে বের করে দেয়া মতে বিভিন্ন গাড়ী হতে চাঁদা উত্তোলনের মোট ১৪,৩০৫/- টাকা এবং চাঁদা আদায়ের ০৭ টি রশিদ বর্হি উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর’কে কেন্দ্র করে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট পৌরসভা এবং খাগড়াছড়ি মহাসড়ক এলাকার বিভিন্ন পয়েন্টে থেকে ভূয়া টোকেন এর মাধ্যমে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিল। এছাড়াও প্রতিদিন লাইনম্যানরা সকাল-বিকাল দুইটি শিফটে প্রতিটি গণ-পরিবহণ, পণ্যবাহী ট্রাক, মিনি ট্রাক এবং সিএনজি অটোরিক্স থেকে প্রতিবার আসা-যাওয়ার সময় ১৫-২০ টাকা হারে চাঁদা উত্তোলন করে যার হিংসভাগ তাদের পারিশ্রমিক হিসেবে নেয় এবং অবশিষ্ট টাকা বিভিন্ন মহলে প্রদান মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম থানার জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে

আরও খবর

                   

সম্পর্কিত