ভোলা প্রতিনিধি ২৮ জুন ২০২৪ , ৩:১৬:৩৮ প্রিন্ট সংস্করণ
ভোলার বোরহানউদ্দিন থানা বিট পুলিশিং এর উদ্যোগে মাদ্রাসা ও স্কুলে স্থাপিত সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
দুপুর ১২টায় বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট দক্ষিণ মাথায় অবস্থিত আল-হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় বোরহানউদ্দিন থানার সাব ইন্সপেক্টর মো.মনির হোসেন এর সভাপতিত্বে এই কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন ফকির তিনি আল-হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় স্থাপিত সিসি টিভি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ওসি শাহিন ফকির বলেন, পুলিশের কাজ হলো সাধারণ মানুষের জানমাল নিরাপত্তায় নিয়োজিত থাকা।
তাই প্রতিদিনের মনিটরিং এর অংশ হিসেবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে অপরাধ প্রবনতা রোধে বোরহানউদ্দিন থানা বিট পুলিশের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন ও মনিটরিং চালু করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে যাতে অরাজকতা ও বখাটেদের আনাগোনা না থাকে তাই আমরা সিসি ক্যামেরা স্থাপনের এই উদ্যোগ নিয়েছি। আল-হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশের প্রশংসা করে তিনি বলেন এই প্রতিষ্ঠান একদিন বোরহানউদ্দিনের সেরা প্রতিষ্ঠানে পরিনত হবে দক্ষ মানব-সম্পদ তৈরী করে দেশ ও জাতীর উপকারে আসবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
একইদিনে বোরহানউদ্দিন থানা বিট পুলিশের উদ্যোগে গ্রীন ভিউ মডেল স্কুলে স্থাপিত সিসি টিভি ক্যামেরা কার্যক্রমের উদ্বোদন করা হয়। বোরহানউদ্দিন থানার সাব ইন্সপেক্টর রেহান উদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় অত্র মাদ্রাসার অধ্যক্ষ নিজাম উদ্দিন হাওলাদার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা চেষ্টা করি কোমলমতি শিক্ষার্থীদের শতভাগ সাফল্য অর্জনের জন্য।
এ ক্ষেত্রে কিছু ঘাটতি থাকলে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ দেওয়ার অনুরোধ করেন তিনি। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রশংসা করে বলেন,ওসি শাহিন স্যার এর নানামুখী কার্যক্রমের ব্যাপক শুনাম রয়েছে উপজেলা জুড়ে।বোরহানউদ্দিন থানা পুলিশের এমন উদ্যোগ দেখে খুবই ভালো লেগেছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বোরহানউদ্দিন থানা পুলিশকে।
এ সময় অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় সংবাদ কর্মী, কুঞ্জেরহাট বাজার ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অত্র প্রতিষ্ঠানের তিন শতাধিক কোমলমতি ছাত্র-ছাত্রীরা।